উইন্ডোজ রিপেয়ার করুন সহজে - Windows Repair

১২:৩৬ PM
 লিখেছেন - Rajib Khan ·
Blog -  http://blogron.net/author/rajib-khan
প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রয়োজনে সফটওয়্যার ইন্সটল করে থাকি আবার প্রয়োজন না হলে আনইন্সটল করি । সফটওয়্যার ইন্সটল করার সময় এগুলোর কিছু না কিছু ফাইল উইন্ডোজ এর সাথে যোগ হয় আবার রিমুভ করার সময় তখন সেই ফাইল গুলোও রিমুভ হয় যার ফলে উইন্ডোজ এ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে অ্যান্টিভাইরাস / টিউন আপ ইউটিলিটিস এই সব ভারী সফটওয়্যার যদি বার বার রিমুভ এবং সেট আপ দিতে থাকেন তাহলে আপনার কম্পিউটার এর গতি কমে যাবে। তাই এই সব ভারী সফটওয়্যার এক বার সেট আপ করা ভালো । অপ্রয়োজনে বার বার রিমুভ এবং সেটআপ করা থেকে বিরত থাকুন । তাই আপনার উইন্ডোজ এর ছোটখাটো জিনিস রিপেয়ার করার জন্য Tweaking.com নামক একটি সুন্দর সফটওয়্যার নিয়ে এলাম যার সাহায্যে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন ।
নীচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন –
http://www.softpedia.com/get/Tweak/System-Tweak/Tweaking-com-Windows-Repair.shtml
এই সফটওয়্যারটি দিয়ে নিম্মলিখিত জিনিস গুলো রিপেয়ার করা যায় –
–      Register System Files
–      Repair Windows Firewall
–      Repair Internet Explorer
–      Repair Icons
–      Repair Proxy Settings
–      Repair Windows Updates
–      Repair CD/DVD Missing/Not Working
–      Set Windows Services To Default Startup
–      Repair MSI (Windows Installer)
–      Repair File Associations
–      Repair Windows Safe Mode
–      Remove Temp Files
–      Repair Missing Start Menu Icons Removed By Infections
–      Unhide Non System Files
–      Repair Windows Sidebar/Gadgets
কিভাবে সফটওয়্যারটি সেটআপ দিবেন-
১) সফটওয়্যারটি ডাউনলোড করে এর উপর ডাবল ক্লিক করুন ।
২) Welcome-লেখা স্ক্রীন এ Next ক্লিক করুন ।

৩) Installation Folder –লেখা স্ক্রীন এ Next ক্লিক করুন ।

৪) Shortcut Folder- স্ক্রীন এ Next ক্লিক করুন ।

৫) Ready to Install – স্ক্রীন এ Next ক্লিক করুন ।

৬) Option –স্ক্রীন এ Next ক্লিক করুন ।

৭) Installation Successful- স্ক্রীন এ Finish ক্লিক করুন ।

কিভাবে কাজ করবেন-
১) সেটআপ দেওয়ার পর ডেস্কটপ থেকে Tweaking.com – Windows Repair (All in One) লেখা আইকন এ ডাবল ক্লিক করুন ।
২) Welcome to Tweaking.com – Windows Repair লেখা স্ক্রীন এ Next ক্লিক করুন।

২) Step 1 থেকে step 4 – পর্যন্ত Next ক্লিক করুন ।


৩) Start –ক্লিক করুন ।

৪) Yes-ক্লিক করুন ।

৫) এই স্টেপ এ কিছুক্ষণ অপেক্ষা করুন ।

৬) এখানে আপনি রিপেয়ার অপশন এ যেটা দরকার সেটা  সিলেক্ট করে দিতে পারেন অথবা সিলেক্ট অল দিতে পারেন । তারপর রিপেয়ার শেষে আপনার কম্পিউটার রিস্টার্ট হবে না বন্ধ হবে সেটা মার্ক করে Start –বাটনে ক্লিক করুন ।

দেখবেন সফটওয়্যার টি সিলেক্ট করা অপশন গুলো রিপেয়ার করা শুরু করবে এবং শেষ হলে কম্পিউটার রিস্টার্ট হবে ।
এভাবেই আপনি  কম্পিউটার বা ল্যাপটপ এর ছোট্ট ছোট্ট সমস্যা গুলো সমাধান করতে পারবেন ।
Homepage – http://www.tweaking.com/content/page/windows_repair_all_in_one.html

Download Windows Repair Installer
Download Windows Repair Portable

Share this

Related Posts

Previous
Next Post »

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon