রুট ছাড়া - প্যাটার্ন লক খুলুন, ফ্লাশ দিন, বুট এমিনেশনে আটকে গেলে সহজেই খুলুন।

১১:০০ AM

আপনার স্মার্ট ফোন এর ভুলে যাওয়া পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুলুন, ফ্লাশ দিন, ফোনে বুট এমিনেশনে আটকে গেলে সহজেই খুলুন। রুট ছাড়াই!!

আস সালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।
অনেক দিন পরে আবারো লেখতে বসলাম।আজকে আমি যে টিউনটি লেখতে যাচ্ছি সেটি সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া ভাল। মূলত এই টিপসটি দিয়ে ফোনের বুথ এমিনেশনে আটকে গেলে ছাড়াতে পারবেন। এটি অনেক বড় সম্যসা। এই সম্যসায় আমিও পড়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করে নি এমনকি কম্পানির ফেইসবুক অফিসিয়াল সাপোর্টেও  জানাইছিলাম এবং সাহায্য চেয়েছিলাম কিন্তু তাও পাইনি।.

যাহোক আপনাদের কথা চিন্তা করেই লিখতে বসলাম। আর আমার টেকটিউনসে একাউন্ট খোলা মূলত এই টিউনটির কারনেই।এবার শুরু করা যাক।।

এই টিপস দিয়ে আপনি আরো কি সুবিধা/করতে পারবেন

  • ১. এটি দিয়ে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুলতে পারবেন।
  • ২. এটি দিয়ে আপনার ফোন ফ্লাশ দিতে পারবেন।
  • ৩. এটির মাধ্যমে আপনার ফোনে বুত এমিনেশনে আটকে গেলে কাজটি করার পর সহজেই খুলে যাবে।
  • ৪. আপনার মোবাইল একদম নতুন হয়ে যাবে [ফাস্ট]
  • ৫. আপনার ফোন রুটেট থাকার প্রয়োজন হবে না।

আর হ্যা কিছু শর্তাবলিও আছে।শর্ত:

  • ১. এটি কয়েকটি কমদামি চায়না ফোনে কাজ করবে না।
  • ২. এটির মাধ্যমে ফোনের কোন ক্ষতি হলে আমি বা টেকটিউন্স দায়ি থাকবে না। [তবে আশা রাখতে পারেন ক্ষতি হবে না]।
তাহলে এবার শুরুভকরা যাক।আল্লাহ্‌র নামে শুরু করবেন।এটি আমি আপনার পর্যায়ক্রমে বুঝাইয়া লিখছি।
  • ★১. আপনার ফোন বন্ধ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যতক্ষন পুরাপুরি অফ না হয়।।
  • ★২. এবার আপনার ফোন যদি সনি বা স্যামসোং হয় তাহলে ভলিউম ডাউন+হোম+পাওয়ার বাটন আর অন্যান্য হলে ভলিউম আপ+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন যতক্ষণ নিচের ছবির মত না আসে।।
  • image
  • ★৩. এবার পাওয়ার বাটন একবার চাপুন।চেপে ধরে রাখতে হবে না।
  • এবার আসল কাজ শুরু।
  • image
  • ★৪. যখন এই ছবির মত আসে তখনি ছবির মত আসে তখনি আসল কাজ শুরু।।
  • ★৫. এবার ভলিউম ডাউন বাটন চেপে নিচে নামুন সাবধান কোন ভাবেই যেন ভলিউম আপ না চাপ লাগে।এটি আপনার ওকে হিসাবে কাজ করবে।।
  • ★৬. নিচে ব্যাকআপ নামে একটি অপশন আছে সেটিতে গিয়ে ওকে করুন অর্থাৎ ভলিউম আপ বাটন চাপুন।তারপর ব্যাকআপ শুরু হবে।আর হ্যা আপনার মেমোরিতে অবশ্যঈ ৭৫০ মেগাবাইটের উপর জায়গা থাকতে হবে।কিছু সময় অপেক্ষা করুন।ব্যাকআপ শেষ হলে পিছনে আসুন।
  • ★৭. এবার রেস্টোর নাঅফশনটিতে চাপুন।এবার দেখুন অটোমেটিক ভাবে একটি অপশন আসবে।এইটাতে আবার চাপুন এবার রেস্টোর হতে শুরু করবে। রেস্টোর শেষ হলে ফিরে আসুন।
  • ★৮. এবার রেবোর্ট করুন।।আর আপনার মোবাইলকে নতুন হিসাবে বুঝে নিন।।

Share this

Related Posts

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
১৯ ডিসেম্বর, ২০১৪ এ ৫:২৭ AM delete

প্যটার্ন লক আনলক হয় না symphony w68 model এ এই নির্দেশমত কাজ করার পরেও।

Reply
avatar

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon