সব চাইতে সহজে Android রুট করার নিয়ম
লিখেছেন -
ইদানীং পেইজের অনেক বন্ধু রুট কি,এবং কেন করতে হয়? এ বিষয়ে জানতে চেয়েছেন।
সবার উত্তর এই পোস্টের মাধ্যমে দেওয়ার চেস্টা করছি।
প্রথমে আসা যাক,রুট কি সে বিষয়ে..
গুগল প্লে সার্ভিস এর অননুমোদিত সফটওয়্যার সমূহ চালানোর জন্য ফোনের অফিসিয়াল সিকিউরিটি সিস্টেম ভেংগে দিয়ে ফোনকে নিজের নিয়ন্ত্রনে আনার নাম'ই হল রুট করা।
ফোন রুট করা থাকলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। যার মদ্ধে উল্লেখ যোগ্য..
লিখেছেন -
ইদানীং পেইজের অনেক বন্ধু রুট কি,এবং কেন করতে হয়? এ বিষয়ে জানতে চেয়েছেন।
সবার উত্তর এই পোস্টের মাধ্যমে দেওয়ার চেস্টা করছি।
প্রথমে আসা যাক,রুট কি সে বিষয়ে..
গুগল প্লে সার্ভিস এর অননুমোদিত সফটওয়্যার সমূহ চালানোর জন্য ফোনের অফিসিয়াল সিকিউরিটি সিস্টেম ভেংগে দিয়ে ফোনকে নিজের নিয়ন্ত্রনে আনার নাম'ই হল রুট করা।
ফোন রুট করা থাকলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। যার মদ্ধে উল্লেখ যোগ্য..
০১.সফটওয়্যার ইউজ করার মাঝে সীমাবদ্ধ থাকতে হয় না। অর্থাৎ সব ধরনের,সব ডেভেলপারের সফটওয়্যার সহজেই ইউজ করা যায়।
০২.কিছু কিছু পেইড এপ ইউজ করার জন্য বিশেষ প্যাচের প্রয়োজন হয়ে থাকে। যেমন পাওয়ার এ এম পি প্লেয়ার ইউজ করতে অবশ্যই লাকি প্যাচার নামের সফটওয়্যার ইন্সটল থাকা চাই। যেটি রুট করা ছাড়া চলে না।
০৩.ইদানীং গুগল প্লে স্টোরের প্রায় সফটওয়্যার এ বিজ্ঞাপন দেখা যায়। ফোনে ইন্সটল করার সাথে সাথে নেটের সংযোগ পেলে বিজ্ঞাপন দেখাতে শুরু করে।
এ বিজ্ঞাপন ব্লক করতে Adaway নামের সফটওয়্যার প্রয়োজন হয়,যা রুট করা ছাড়া ইউজ করা সম্বব নয়।
০৪.এন্ড্রইড ফোন মানেই ডাটা রাক্ষস। খুব দ্রুত ডাটা খরচ হয়ে যায়। আর এ ডাটা কে রক্ষা করার জন্য প্রয়োজন ফায়ারওয়াল এপ। যার মাদ্ধমে কেবল প্রয়োজনীয় এপ সমূহে ডাটা ইউজ করা যায়,বাকী এপ গুলোতে ডাটা ইউজ করার চিরতরে বন্ধ করে দেওয়া যায়।
০৫.ইদানিং বেসিক হ্যাকিং নিয়ে যেসকল এপ্লিকেশন তৈরী হচ্ছে তা ইন্সটল করতে অবশ্যই ফোন রুট করা থাকতে হয়।
০২.কিছু কিছু পেইড এপ ইউজ করার জন্য বিশেষ প্যাচের প্রয়োজন হয়ে থাকে। যেমন পাওয়ার এ এম পি প্লেয়ার ইউজ করতে অবশ্যই লাকি প্যাচার নামের সফটওয়্যার ইন্সটল থাকা চাই। যেটি রুট করা ছাড়া চলে না।
০৩.ইদানীং গুগল প্লে স্টোরের প্রায় সফটওয়্যার এ বিজ্ঞাপন দেখা যায়। ফোনে ইন্সটল করার সাথে সাথে নেটের সংযোগ পেলে বিজ্ঞাপন দেখাতে শুরু করে।
এ বিজ্ঞাপন ব্লক করতে Adaway নামের সফটওয়্যার প্রয়োজন হয়,যা রুট করা ছাড়া ইউজ করা সম্বব নয়।
০৪.এন্ড্রইড ফোন মানেই ডাটা রাক্ষস। খুব দ্রুত ডাটা খরচ হয়ে যায়। আর এ ডাটা কে রক্ষা করার জন্য প্রয়োজন ফায়ারওয়াল এপ। যার মাদ্ধমে কেবল প্রয়োজনীয় এপ সমূহে ডাটা ইউজ করা যায়,বাকী এপ গুলোতে ডাটা ইউজ করার চিরতরে বন্ধ করে দেওয়া যায়।
০৫.ইদানিং বেসিক হ্যাকিং নিয়ে যেসকল এপ্লিকেশন তৈরী হচ্ছে তা ইন্সটল করতে অবশ্যই ফোন রুট করা থাকতে হয়।
আসা যাক রুট করার অসুবিধা নিয়েঃ
রুট করলে প্রধান সমস্যা একটাই হয়ে থাকে। ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় না।
রুট করলে প্রধান সমস্যা একটাই হয়ে থাকে। ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় না।
কিভাবে রুট করা যায়ঃ
যেহেতু এন্ড্রইড 4.+ ভার্শন ইউজ করি,সেহেতু এ ভার্শনের ইউজার'রা কিভাবে রুট করবেন সে বিষয়ে আলোকপাত করা যাক। এ ভার্শনে ফোন রুট করার সবচেয়ে সহজ উপায় হলঃ Frameroot নামের সফটওয়্যার দিয়ে। মাত্র কয়েকটা ক্লিক করেই ফোন খুব সহজেই রুট করে ফেলা যায়। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটা ইন্সটল করুন। তারপর ওপেন করুন।
অপেন করে উপরে একটা বক্স দেখতে পাবেন। যার মধ্য থেকে সিলেক্ট করুন Super SU অথবা Super User. তারপর নিচে Grandlaf অপশনে ক্লিক করুন।
একটু পর Successful লিখা দেখতে পাবেন। তাহলে বুঝতে হবে ফোন সফলভাবে রুট হয়েছে।
এবার ফোন রিস্টার্ট করুন...কাজ শেষ :)
যেহেতু এন্ড্রইড 4.+ ভার্শন ইউজ করি,সেহেতু এ ভার্শনের ইউজার'রা কিভাবে রুট করবেন সে বিষয়ে আলোকপাত করা যাক। এ ভার্শনে ফোন রুট করার সবচেয়ে সহজ উপায় হলঃ Frameroot নামের সফটওয়্যার দিয়ে। মাত্র কয়েকটা ক্লিক করেই ফোন খুব সহজেই রুট করে ফেলা যায়। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটা ইন্সটল করুন। তারপর ওপেন করুন।
অপেন করে উপরে একটা বক্স দেখতে পাবেন। যার মধ্য থেকে সিলেক্ট করুন Super SU অথবা Super User. তারপর নিচে Grandlaf অপশনে ক্লিক করুন।
একটু পর Successful লিখা দেখতে পাবেন। তাহলে বুঝতে হবে ফোন সফলভাবে রুট হয়েছে।
এবার ফোন রিস্টার্ট করুন...কাজ শেষ :)
ডাউনলোড লিংকঃ
https://www.dropbox.com/s/7vu7d1f6pr8f97p/Framaroot_1.5.3.apk?dl=0
অথবা
http://www60.zippyshare.com/v/50425662/file.html
http://www10.zippyshare.com/v/82774581/file.html
http://upfile.mobi/185377
http://www.datafilehost.com/d/2f1e5a64
http://www.datafilehost.com/d/eb88b026
https://www.dropbox.com/s/7vu7d1f6pr8f97p/Framaroot_1.5.3.apk?dl=0
অথবা
http://www60.zippyshare.com/v/50425662/file.html
http://www10.zippyshare.com/v/82774581/file.html
http://upfile.mobi/185377
http://www.datafilehost.com/d/2f1e5a64
http://www.datafilehost.com/d/eb88b026
ভিডিও হেল্প - ১
ভিডিও হেল্প-২
2 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)আমার মোবাইল রুট হয়না কেন?
Replyokapia z4 মোবাইল কিভাবে root করবো
Replyপোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon