বিভিন্ন সমস্যা সমাধানে সফটওয়্যার গুলো Your Uninstaller দিয়ে আনইনিস্টল করেন

১২:০৯ PM

পিসির সফটওয়্যার গুলো সঠিক ভাবে আনইনিস্টল করুন Your Uninstaller PRO 7.5 (ফুল ভার্সন) দিয়ে ।


সফটওয়্যার শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত । কম্পিউটারে অতি প্রয়োজনিয় একটা বিষয় । আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার পিসিতে ইনিস্টল করে থাকি । তার মধ্যে কিছু সফটওয়্যার ইনিস্টল করার পর আবার আনইনিস্টল করতে । যেমন বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার আছে । আপনি একটা বাদ দিয়ে আরেকটা , ভাল না লাগলে অন্য আরেকটা ।
যেই সফটওয়্যার গুলো আমাদের প্রয়োজন না পড়ে সেই গুলি সাধারনত উইন্ডোজে থাকা আনইনিস্টলার দিয়ে আনইনিস্টল করে থাকি । আপনি যানেন কি এতে করে আপনার পিসির C ড্রাইভে অনেক জায়গা অযথাই নস্ট হয় । এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে । আমার পিসিতে FarCry গেমটা ইনস্টল করেছিলাম । তার পড় সাধারনত উইন্ডোজে থাকা আনইনিস্টলার দিয়ে আনইনিস্টল করি এবং C ডাইভে গিয়ে দেখি এখনো 1.5 GB মতন জায়গা অযথাই নস্ট করে রেখেছিল । এখানে যদি কোন আনইনিস্টলার ব্যবহার করা হত তাহলে এমন হত না ।
আপনাদের আজ দিব অনেক ভাল একটি আনইনিস্টলার । যার নাম Your UninstallerPRO 7.5 লেটেস্ট এবং ফুলভার্সন ।
প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে নিন । সাইজ 6.50 MB
https://app.box.com/s/w9473idwejlq2mc8rg7b


Your Uninstaller PRO 7.5 ব্যবহার করার নিয়ম
ডাউনলোড কৃত সফটওয়্যারটি ওপেন করুন । পিসিতে ইনিস্টল করা সকল সফটওয়্যারের নাম দেখতে পাবেন । যেইটা আনইনিস্টল করবেন সেটাতে মাউস কার্সর রেখে মাউসের রাইট বাটন চাপুন । uninstall চাপুন । অথবা মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ড এর Delete বোতাম চাপুন ।



পরের মেনুতে কি মোডে কাজ করবেন তা সিলেক্ট করে Next চাপুন । নরমাল মোডেই কাজ করুন ।

এই মেনুতে কিছু সময় অপেক্ষা করুন

সাভাবিক/আগের নিয়মে আনইনিস্টল করার অপশন আসবে । আনইনিস্টল করুন ।

সাভাবিক/আগের নিয়মে আনইনিস্টল করার পড় আপনার পিসি স্কেন করবে । এবং অদরকারি ফাইলগুলো খুজে বের করবে । তারপড় Next চাপুন ।

ফাইল গুলো ডিলিট হবে ।

তার পড় ফিনিস চেপে কাজ শেষ করুন । এভাবেই প্রতিটি সফটওয়্যার আনইনিস্টল করবেন

যেভাবে ফুল ভার্সন করবেন
 সফটওয়্যারটি ইনিস্টল করার সময় নিচের ছবির মতন আসলে Install trial version চাপুন
তার পড় আবার সিরিয়াল কি চাওয়ার অপশন আসলে Enter Key চাপুন ।

ডাউনলোড করা জিপ ফাইলে ইউজার নেম ও সিরিয়াল কি পাবেন । এখানে কপি পেস্ট করুন ।

আজ এখানেই বিদায় নিচ্ছি । আবারো আসছি খুব তারাতারি । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন । কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

Share this

Related Posts

Previous
Next Post »

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon