জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয়

১:৪৩ AM
জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয় ।


.আজকের আপনাদের দেখাব কিভাবে .iso ফাইল বানাতে হয় । পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করার সময় .iso ফাইল দরকার লাগে , নেট থেকে উইন্ডোজ ডাউনলোড করলে তা .iso ফাইলে পাওয়া যায় । কিন্তু cd/dvd থেকে ফাইল গুলো কপি করে তা আবার পেনড্রাইভ বুটেবল করা যায় না । বুটেবল করতে .iso ফাইল দরকার পড়ে ।  cd/dvd থেকে ফাইল গুলো কপি করা ফাইলগুলো সরাসরি নিবে না । যা অনেক টিউটেরিয়ালে এই কথাটি বলে না কিভাবে .iso ফাইল পাওয়া যাবে , শুধু লেখা থাকে ডাউনলোড করে নিন । সবার ত আর এই বড় সাইজের ফাইল ডাউনলোড করা সমভব হয়না ।
আর ডাউনলোড নয় এবার WinISO সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন সহজে , এই জন্য উইন্ডোজ ডাউনলোড না করে বন্ধুর পিসি দিয়ে cd/dvd থেকে ফাইল গুলো কপি করে আনুন এবং আমার দেয়া এই WinISO সফটওয়্যার দিয়ে .iso ফাইল বানান । এবং সহজে বুটেবল বানিয়ে উইন্ডোজ সেটাপ দিন ।
এছাড়াও আরো অনেক দরকারে পরে .iso ফাইল । এই সফটওয়্যারটি শুধু যে এই কাজ তা নয় , আরো অনেক কাজ করতে পারবেন । আজ শুধু দেখে নিন কিভাবে  cd/dvd থেকে ফাইল গুলো কপি করে .iso ফাইল বানাতে হয় ।
যে সকল কাজ করা যাবে সফটওয়্যার দিয়ে
  • ISO Editor: Open and edit ISO files
  • ISO Extractor: Extract ISO files and CD/DVD/Blu-ray Disc image files
  • ISO Converter: Convert image files between ISO/BIN and other formats
  • ISO Burner: Burn ISO image file to CD/DVD/Blu-ray Disc and burn image files on-the-fly
  • ISO Mount: Mount ISO image files
  • Bootable ISO Maker: Make bootable CD/DVD/Blu-ray Disc images
  • Backup CD/DVD/BD as image files from CD/DVD/BD Drive
যেভাবে ব্যবহার করবেন ।
  1. Add File এ চাপুন
  2. cd/dvd থেকে কপি করা ফাইল গুলো দেখিয়ে দিন ।
  3. ওপেন চাপুন

  1. Seve বাটন চাপুন
  2. ফাইলটির আউটপুট নাম লিখুন
  3. কোন ফরমেটে সেভ করবেন তা দিন । ডিফল্ট ভাবে .iso থাকে ।
  4. Seve করুন
কিছুখন সময় নিবে
 এখানেই কাজ শেষ । এখান থেকে আরো টিউটেরিয়াল পাবেন ।
ইনিস্টল করার সময় নেট কানেকশন অফ রাখুন । WinISO ইনিস্টল করার পড় ওপেন করবেন না । ইনিস্টল এর শেষ ট্যেবে টিকচিহ্ন উঠিয়ে দিবেন । Activator রান করার পড় ওপেন করুন

Share this

Related Posts

Previous
Next Post »

3 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)
নামহীন
১৭ ডিসেম্বর, ২০১৪ এ ৯:০৫ AM delete

Link - http://www.datafilehost.com/delete-7d123e2813365426

Reply
avatar
২১ সেপ্টেম্বর, ২০২০ এ ৭:৫৬ AM delete

উইন আইএসও সফটর নামিয়েছি বাট ঐটা ওয়ান করার সময় রেজিষ্ট্রেশন কী চায় রেজিষ্ট্রেশন কীটা কোথায় পাবো দয়া করে যানাবেন

Reply
avatar

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon