ওয়েবপেজ বা যেকোনো ডকুমেন্টকে এখন PDF করুন অনেক সহজে

৯:৪৫ AM

Do PDF 7



আমাদের অনেক সময়ই ওয়েবপেজকে সংরক্ষন করার দরকার পড়ে।
 আমরা ওয়েবপেজকে Pdf আকারে রেখে দিতে পারি। এর জন্য সবচেয়ে সোজা এবং জনপ্রিয় সফটওয়্যার হল DoPDF 7

ইন্সটলঃ
অন্য সব সফটওয়্যার এর মতই এটি ইন্সটল করুন। এটি একটি পোর্টেবল সফটওয়্যার, তাই কোন সিরিয়াল কী লাগবে না। কিন্তু খেয়াল রাখবেন যাদের প্রিন্টার আছে, তারা  Set doPdf 7 printer as default printer এতে টিক দিবেন না। 


সুবিধা ঃ
যেকোনো ওয়েব পেজ/ অফিস ডকুমেন্ট/ JPG/ JPEG ফাইল কে পিডিএফ করতে পারবেন। আরও জানতে চাইলে ওদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

ডাউনলোডঃ
ওয়েবসাইট লিঙ্কঃ  http://www.dopdf.com/quick-download.php
Dropbox লিঙ্কঃ https://www.dropbox.com/s/ix6b5ymdkdstynb/dopdf-7.rar?dl=0

কোন ভুল/ সমস্যা হলে জানাবেন :)

Share this

Related Posts

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon