হার্ডডিস্কের পার্টিশন লুকিয়ে রাখুন । কোন সফটওয়্যার ছাড়া ।

৪:১৯ AM

সে ক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ সব বাক্তিগত তথ্য রেখে ড্রাইভটি লুকিয়ে রাখতে পারেন। এজন্য কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই আপনি কাজটি করতে ।
এখন  যা যা করতে হবে.
প্রথমে Run- gpedit.msc লিখে OK করুন।এখন আপনি একটি Group Policy পেজ দেখতে পাবেন। ধাপে ধাপে কাজের বণনা দেয়া হল।
১- User Configuration ওপেন করুন ।
২- Administration Template ওপেন করুন ।
৩- Windows Components ওপেন করুন ।
৪- Windows Explorer ওপেন করুন ।
৫- এরপর দেখবেন ডানদিকে লেখা আছে “Hide these specific drives in my computer” (ডাবল ক্লিক) করুন ।
৬- Enable করুন ।
৭-যে  ড্রাইভটি লুকোতে চান সেটি সিলেক্ট করুন ।
Apply এবং OK দিয়ে বেরিয়ে আসুন ।
স্কিন শটে দেখুন ভাবে বুজতে পারবেন।


সতর্কতা:
যার কাছ থেকে ড্রাইভ লুকোতে চাইছেন, তিনি যদি এই নিয়ম টা জানে , তাহলে কিন্তু কোন লাভ হবে না।

Share this

Related Posts

Previous
Next Post »

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon