Administrator Password ভুলে গেলে = Windows All

৩:৩০ AM

 অনেক সময় আমরা  Administrator password ভুলে যাই। আবার অনেকের বাসায় Company হতে দেয়া laptop থাকে যাতে কোন software install করা যায়না। তখন পরতে হয় বিপদে। আজ তাই এ সমস্যা কিভাবে solve করবেন তাই বলব। প্রথমে C drive  এর windows folder এ system32 folder এ যান। সেখান থেকে cmd.exe file টি copy করে desktop এ paste করুন। এবার এটিকে rename করে sethc.exe নাম দিন। এবার একে system 32 folder এ paste & replace করুন। এখন logout করে লগিন monitor আসলে ৫ বার shift চাপ দিন।Command screen আসলে লিখুন "NET USER ADMINISTRATOR <space>12345" । এখানে ১২৩৪৫ এর স্থানে ইচ্ছামত password দিন। ব্যাস, কল্লা ফতে। password change হয়ে গেলো।এবার ইউজার এর জায়গায় লিখুন Administrator  আর password দিন  (নতুনটা)।  Rআর এন্টার করুন Admin হিসেবে।

তবে কিছু শর্ত আছে যেমনঃ
১.আপনাকে প্রথমে guest user হিসেবে login করতে হবে।  ২.এভাবে password ভাঙার পর আপনি সহজে password change  করতে পারবেন নাকি সেটা বলতে পারছিনা। কারন এ system টি আমি আমার friend এর বাপের laptop hack করতে  use করছি(তবে friendএর  সামনেই কাজটা করছি)। SO SORRY!!!!!!!!!!!!!!
আশা করি সবাই ভাল থাকবেন।GOOD BYE!<HACKERS>

Share this

Related Posts

Previous
Next Post »

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon