আপনার উইন্ডোজ ৭/৮ এর Bootable পেনড্রাইভ তৈরি করুন মাত্র ৭২৭ কেবি এর সফটওয়্যার দিয়ে ।
১// প্রথমে একটি ৪ জিবি বা তার বেশি একটি পেনড্রাইভ নিন ৪ জিবির কম নিবেন না , কারন টা আপনারা ভাল করেই জানেন । উইন্ডোজ ৭/৮ এর একটি ISO ফাইল ডেস্ক টপে রেখে দিন ।
২// এবার আপনার পেনড্রাইভ টিকে USB পোর্টে প্রবেশ করান তারপর WiNToBootic সফটওয়্যার টি ওপেন করুন দেখুন বাম পাশে আপনার পেনড্রাইভ এর ড্রাইভ এসে গেছে । নীচের চিত্রে দেখুন …
৩// এবার ডান পাশের Drop Source or
Click বাটন এ ক্লিক করে ISO ফাইল টিকে সিলেক্ট করে নিন , আপনি ইছে করলে
ডিভিডি থেকে কপি করেও করতে পারেন । নীচের চিত্রে দেখুন …
৪// উপরের মতো করলেই নীচের মতো আসবে । সেখান থেকে Quick Format এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন …
৬// এবার আপনাকে আর কিছু করতে হবে সব ঠিক ভাবে করলে নীচের চিত্রের মতো আসবে …
৭// এবার ১০০ না হওয়া পর্যন্ত বসে গান
শুনুন । সম্পূর্ণ হলে নীচের চিত্রের মতো Thanks! ম্যাসেজ দিবে , তার মানে
কাজ ব্যবহার করার যোগ্য হয়েগেছে আপনার পেনড্রাইভ । নীচের চিত্রে দেখুন …
৮// এবার My Computer থেকে আপনার পেনড্রাইভ দেখুন নীচের চিত্রের মতো আসবে ……
=/> এবার পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার জন্য পেনড্রাইভ টিকে ইউএসবি পোর্টে প্রবেশ করান তারপর পিসি রিস্টার্ট দিন । তারপর Bios থেকে আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন বাকি কাজ আশাকরি আপনারা জানেন । আরে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক দিতেই ভুলে গেছি । নীচে থেকে ডাউনলোড করে নিন ।
মুল সাইট থেকে ডাউনলোড করতে নীচের লিঙ্ক
=/> আমার এই পোস্টে কোন প্রকার ভুল
থাকেল আমাকে ক্ষমা করে দিন , আর আমার এই পোস্ট থেকে আপনাদের কিছুটা পরিমান
উপকার হলে একটি কমেন্ট করে জানেবেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও
দেখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon