Windows 7 এ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন মাত্র ৫৩২ কেবির পোর্টেবল সফটওয়্যার দিয়ে
লিখেছেন:- নাঈম প্রধান
ওয়েব সাইট:-facebook.com/nayem4
প্রথমে এখান থেকে ৫৩২ কেবির পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করুন
ডাউনলোড কৃত সফটওয়্যারটি ওপেন করুন । নিচের ছবির মতন অথবা ভিডিওর মতন কাজ করুন ।
- যেই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তা বাছাই করে দিন
- পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড ছবি দিন । হাই রেজুলেশনের দিলে ভাল হয় ।
- ফোল্ডারের ভিতরে থাকা ফাইল গুলোর কালারও পরিবর্তন করে দিতে পারেন ।
পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা।
লিখেছেন:- H.M.DELOUARওয়েব সাইট:-shobojbd.webnode.comআপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Images\Delouar.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161
Save করে বেরিয়ে আসুন
উল্লেখ্য কোডের যে অংশে Images\Delouar.jpg লেখা আছে সে অংশটিকে আপনার ফোল্ডার এবং ইমেজের নাম দ্বরা রিপ্লেস করুন।
উদাহরন: আপনার ফোল্ডারের নাম যদি হয় Images-2 এবং ফোল্ডারের ভেতরের ইমেজের নাম যদি হয় Computer.jpg তাহলে Images\Delouar.jpg এর জায়গায় লিখতে হবে Images-2/Computer.jpg
তারপর নোটপ্যাডটিকে রিনেম করুন desktop.ini (.txt ফরমেট এর পরিবর্তে .ini ফরমেট হবে) নামে
এবার ফেল্ডার এবং desktop.ini ফাইলটি কপি বা কাট করে পেনড্রাইভ/মেমোরি কার্ডে পেষ্ট করে পেজটি Refresh করুন।
দেখুন আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।
পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon