আপনার ইন্টারনেট স্পীড কি কচ্ছপের মত স্লো? Throttle 7 দিয়ে গ্যারান্টি সহকারে স্পীড বাড়িয়ে নিন (Crack+2014)!!!
প্রথমেই আপনারদের কিছু ক্লিয়ার-কাট ধারনা দেই, আশা করি আগা-মাথা সব ক্লিয়ার হয়ে যাবে। ধরুন, আপনি নেট প্যাকেজ নিলেন ১ এমবিপিএস এর, কিন্তু প্রশ্ন হল- আপনি কি ফুল 1 Mbps স্পীড সম্পূর্ণ পান? বেশির ভাগ উত্তর দেবেন- না! দেখা যায় যে, ২০০ কেবিপিএস স্পীড অনেক অংশে কম পাওয়া যায়! কিন্তু আপনাদের নেট সার্ভিস কোম্পানি মোটা টাকার এক পয়সাও কম নেয় না! অথচ আপনি ফুল স্পীডও পান না! তাহলে এই সমস্যার উপায় কি? উপায় আছে, আপনি throttle সফটওয়্যার দিয়ে মডেম অপটিমাইজ করে কিছুটা হলেও স্পীড বাড়িয়ে নিতে পারবেন।
যেভাবে ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিবেন- টিউটোরিয়ালঃ
সফটওয়্যার সেটআপ+ ক্র্যাক সলিউশনঃ
- সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- ইন্সটলের পর সফটওয়্যারটি ওপেন করবেন না। ওপেন করে থাকলে ক্লোজ করে দিন।
- এখন Crack ফোল্ডারে থাকা ক্র্যাকটা কপি করে -> C:\Program Files\PGWARE\Throttle এ পেস্ট+রিপ্লেস করে দিন।
- ক্র্যাক করার পর সফটওয়্যারটি ওপেন করুন। এখন এটি ফুল ভার্সনে রুপান্তরিত হয়েছে। ধন্যবাদ।
Throttle টিউটোরিয়ালঃ
- প্রথমে নেট কানেকশন অফ করুন, এখন throttle 7 ওপেন করুন। ওপেন করার ৫ সেকেন্ড পর নেট কানেকশন আবার চালু করুন। (ক্র্যাকের কারণে ট্রিক্স! :P)
- Operating System থেকে আপনার উইন্ডোজ সিস্টেম সিলেক্ট করুন।
- Internet Type থেকে সঠিক নেট কানেকশন সিলেক্ট করুন।
- Speed Setting থেকে Boost থেকে -> maximum Boost সিলেক্ট করুন। (ক্র্যাক ছাড়া maximum Boost সিলেক্ট করতে পারবেন না)
- সবশেষে OPtimize Now এ ক্লিক করে মডেম অপটিমাইজ করুন।
- পিসি ও মডেম সেটিংস অপটিমাইজ করতে কিছুক্ষণ সময় নিবে। এজন্য আপনি ধৈর্য ধরে অল্পসময় অপেক্ষা করুন।
- মডেম সেটিংস অপটিমাইজ হয়ে গেলে আপনার পিসি Restart (রিস্টার্ট) চাইবে। আপনি ইয়েস এ ক্লিক করুন। এর পর পিসি রিস্টার্ট নিবে।
- পিসি রিস্টার্ট নেওয়ার পর একবার চোখ তুলে দেখুন! আপনার ইন্টারনেট স্পীড কতটা উন্নতি হয়েছে!! বিশ্বাস না হলে DU meter দিয়ে পরীক্ষা করে দেখুন।
- আশা করি Throttle সফটওয়্যার দিয়ে মডেম অপটিমাইজ করে কিছুটা হলেও স্পীড বাড়িয়ে নিতে পারবেন। ধন্যবাদ।।।
It’s Time For Downloading!!!
Throttle 7 +Crack [2014] || 4 MB
অথবা
1 মন্তব্য(গুলি):
Write মন্তব্য(গুলি)খুব ভাল েপাস্ট ভাই
Replyপোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon