AUTORUN ভাইরাস সমস্যার সমাধান

২:৫১ PM

অটোরান ভাইরাসকে বোল্ড আউট করে দিন ও ইউ এস বি পোর্ট কে ব্লক করে রাখুন

একটি চমৎকার সফটওয়্যার নিয়ে হাজির হলাম আজ আপনাদের দরবারে। বন্ধুরা অটোরান ভাইরাস নিয়ে মাঝে মধ্যে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এবার আপনি চ্যালেঞ্জ করে আপনার বন্ধুদের বলতে পারবেন যে, আপনার কম্পিউটারে কোন অটোরান ভাইরাস নেই। সেটা কিভাবে? হা আপনাদের জন্য নিয়ে এলাম Autorun.Virus.Remover.v2.3.Build.1022 মাত্র 1.37  মেগাবাইট। আর ফুল ভার্সন করার জন্য তো সিরিয়াল কি রয়েছে। 
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন
 http://www.autorunremover.com/down/AutorunRemover.zip


Serial Key
Name: DS
Serial: HY

প্রথমে সেটআপ ফাইলটিকে ইন্সটল করুন আপনার কম্পিউটারে এবং সেটআপ সম্পূর্ণ হলে সিরিয়াল নাম্বারটি Register এ ক্লিক করে জায়গা মত বসিয়ে দিন। পিসি রিস্টার্ট করুন দেখুন সফটটি ফুল ভার্সন হয়ে গেছে। এবার ডান দিকের সব থেকে নিচের Autorun.Virus.Remover আইকনে ডান ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
*আপনি এখান থেকে Open drive safely তে ক্লিক করে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভে প্রবেশ করতে পারেন।
*Unlock USB disk এ ক্লিক করে USB পোর্টকে সিকিউর করে রাখতে পারেন।
*Display main window তে ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে। তাহলে দেখে নেয়া যাক, কি কি করা যাবে এটা দিয়ে
Scan এ ক্লিক করে অটোরান ভাইরাস কে খুজে নেয়া যাক।
Tools এ ক্লিক করলে নিচের চিত্রটি পাবেন

আপনি এখান থেকে USB পোর্টকে ব্লক করে রাখতে পারেন। 
Immunity তে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
আপনি এবার এখান থেকে ইচ্ছে করলে যে কোন ড্রাইভকে অটোরান ভাইরাস থেকে নিরাপদ রাখতে পারেন। তবে যেহেতু পেন ড্রাইভ বা মেমরিকার্ড থেকে বেশী অটোরান ভাইরাস আক্রমন করে পিসিতে তাই USB ড্রাইভ সিলেক্ট করে রাখাটাই উত্তম।
*এবার আসি FixSystem কে নিয়ে। এখানে ক্লিক দিলে নিচের চিত্রটি পাবেন।
এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেমকে রিপেয়ার করে নিতে পারেন। কি কি রিপেয়ার করা যায় তা দেখে নেয়া যাক।
“Restore Folder Options”
“Restore files associated “
“Restore Regedit “
“Restore Safe Mode “
“Restore Task Manager “
“Restore Setup AntiVirus “
“Restore show hidden files “
  • Settings এ ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দেয়ার পদ্ধতি পাবেন।
আপডেট করতে চাইলে Update এ ক্লিক করে Next করুন। মনে রাখবেন কখনও Proxy server এ সেটআপ ক্লিক দিবেন না। অবশ্যই আপডেট করার সময় ইন্টারনেট চালু রাখতে হবে, কিছুক্ষনের মধ্যে ফাইল লিস্ট দেখাবে এবং Start এ ক্লিক দিন দেখুন খুব অল্প সময়ের মধ্যে আপডেট সম্পূর্ণ হয়ে গেছে। এবার Compleat এ ক্লিক দিন। ব্যাস কাজ শেষ।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন

Share this

Related Posts

Previous
Next Post »

পোস্ট এর কোন অংশ বুজতে সমস্যা হলে নিচের বক্সে মন্তব্য করুন। আশাকরি সমাধান পাবেন। EmoticonEmoticon